হেয়ার ড্রায়ার ব্যবহারের সময় যে সকল সচেতনতা অবলম্বন করা উচিত
- আপডেট সময় : 03:22:11 pm, Saturday, 30 November 2024 18 বার পড়া হয়েছে
মসৃণ চুলের জন্য হেয়ার ড্রায়ারের সঠিক ব্যবহার জানা অত্যন্ত জরুরী। এটি ব্যবহারে সামান্য অসচেতনতা এবং কিছু ভুলের কারণেই নষ্ট হয়ে যেতে পারে আপনার প্রিয় চুল। তাই নিচের পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন এবং হেয়ার ড্রায়ারের ব্যবহার সম্পর্কে সঠিকভাবে জেনে নিন।
ভেজা চুলে হেয়ার ড্রায়ার ব্যবহার করা
গোসল শেষ করে অত্যন্ত জরুরিভাবে চুল শুকানোর জন্য আমরা হেয়ার ড্রায়ার ব্যবহার করে থাকি। কিন্তু একদমই ভেজা চুলে হেয়ার ড্রায়ার ব্যবহার করলে চুলের কোষ গুলো ভেঙে যেতে পারে। যার কারনে চুল হয়ে যেতে পারে অনেক রুক্ষ। তাই ভেজা চুল প্রথমে তোয়ালে দিয়ে ভালোভাবে শুকিয়ে নিন। তারপর হেয়ার ড্রায়ার ব্যবহার করুন।
ভেজা চুল তোয়ালে দিয়ে মুছবেন কিভাবে
তাড়াতাড়ি চুল শুকানোর জন্য আবার তোয়াল দিয়ে জোরে জোরে চুল মুছার চেষ্টা করি।। এতে করেও চুল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সবসময় চুল মোছার জন্য পাতলা তোয়ালা দিয়ে হালকা ভাবে মুছুন। এতে করে চুলের স্বাস্থ্য ও সৌন্দর্য ঠিক থাকে।
হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকানোর নিয়ম
জরুরী প্রয়োজনে হেয়ার ড্রায়ার ব্যবহার করা যেতে পারে। কিন্তু নিয়মিত এটি ব্যবহার করা চুলের স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয়। চুল মোটামুটি শুকিয়ে গেলে হেয়ার ড্রায়ারের ব্যবহার বাদ দিন।। কারণ শুকনো চুলে তাপ দিলে সেটি আরো বেশি ক্ষতি।
মাথার সব অংশের চুল একসাথে শুকানো
শুকানোর জন্য চুলকে প্রথমে কয়েকটি অংশে ভাগ করে নিন। তারপর হেয়ার ড্রায়ার চালু করে বিভিন্ন অংশে আস্তে আস্তে শুকানোর চেষ্টা করুন। এতে করে চুল সহজে নষ্ট হবে না।
তাছাড়া হেয়ার ড্রায়ারের তাপ যেন মাথার তালুর কাছাকাছি না যায়। সরাসরি মাথার তালুতে তাপ লাগলে সেটি মাথা এবং তালু উভয়ের জন্যই বেশ হতে পারে।
আর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দিনে একবারের বেশি হেয়ার ড্রায়ার ব্যবহার করা উচিত নয়। এছাড়াও যখন মাথার চুল হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন তখন সেটি এক জায়গায় অনেকক্ষণ না রেখে পুরো মাথায় আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবহার করুন।
ভেজা চুল শুকানোর জন্য তয়লাই সবচাইতে বেশি উপযোগী। হেয়ার ড্রায়ার বা ফ্লাট আয়রনের মত বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স যন্ত্রপাতি মূলত জরুরী প্রয়োজনের জন্য। কখনোই এ সকল জিনিসের ব্যবহারকে অভ্যাসে পরিণত করা উচিত নয়। আর যেহেতু এটি বিদ্যুৎ চালিত তাই সর্বোচ্চ সচেতনতার সহিত চালানো উচিত।