ক্রেডিট কার্ডের সুদের হার ২৫ শতাংশ বৃদ্ধি করা হচ্ছে

- আপডেট সময় : 05:00:47 pm, Sunday, 1 December 2024 49 বার পড়া হয়েছে
ক্রেডিট কার্ডের ব্যবহার দিন দিন বেড়েই চলছে। ইন্টারনেট ব্যাংকিং এর যুগে এটির মাধ্যমে অনেক সুযোগ সুবিধা এবং অফার পাওয়া যায়। এটি জনপ্রিয় কারণ এতে রয়েছে ইনস্ট্যান্ট লোনের সুবিধা। প্রয়োজন মত যখন তখন টাকার প্রয়োজন হলে ক্রেডিট কার্ডই একমাত্র ভরসা।
তবে এই কার্ড ব্যবহারকারীদের জন্য এখন দুঃসংবাদ। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ক্রেডিট কার্ডের সুদের হার বাড়িয়ে করা হচ্ছে ২৫ শতাংশ। যেটি আগে ছিলো ২০ শতাংশ।
আজ ১ ডিসেম্বর ২০২৪ তারিখে বাংলাদেশের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য গুলো জানা গিয়েছে। উক্ত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে সুষ্ঠু ঋণের ব্যবস্থাপনা নিশ্চিতকরণ, ব্যাংক গুলোর ক্রমবর্ধমান তহবিলের সাথে সামঞ্জস্য রক্ষা করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন ব্যাংক তাদের ঋণের চাহিদা এবং তহবিলের যোগানের উপর নির্ভর করে ক্রেডিট কার্ডের সুদের হার নির্ধারণ করতে পারবে।
আর যে সকল ব্যাংক শরীআহ ভিত্তিক বা ইসলামিক আইনের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে তাদের ক্ষেত্রে নির্দেশনা অনুসরণ করে প্রয়োজনের ব্যবস্থা গ্রহণ করা হবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী বর্তমানে উচ্চ মুদ্রাস্ফীতির সময় ক্রেডিট কার্ডের ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে।
ক্রেডিট কার্ডের সুদের হার ২৫ শতাংশ বৃদ্ধি করা হচ্ছে
দেশের অভ্যন্তরে অন্তত বাংলাদেশের গ্রাহকরা ক্রেডিট কার্ডের পেছনে সেপ্টেম্বর মাসে খরচ করছে ২ হাজার ৬৬৮ কোটি টাকা। এবছরের মাঝে মাঝে সময় তার পরিমাণ ছিল ২০৩২ কোটি টাকা। এই বিগত কয়েক মাসেই এর পরিমাণ বৃদ্ধি পেয়েছে ১৪.৪০ শতাংশ।
মূলত ক্রেডিট কার্ড বাংলাদেশের সবচাইতে বেশি ব্যবহার করে একটি ডিপার্টমেন্টাল স্টোরে। এক্ষেত্রে খরচের পরিমাণ। এমনকি বিদেশের মাটিতেও বাংলাদেশীদের ক্রেডিট কার্ডের ব্যবহারের পরিমাণ অনেক বেশি। বিভিন্ন ধরনের রিটেইল আউটলেট সার্ভিস, অনলাইনে পণ্য ক্রয়, বিভিন্ন জায়গায় পেমেন্ট করা ইত্যাদি কাজে এই কার্ড সবচাইতে বেশি ব্যবহার করা হয়ে থাকে।
মূলত ক্রেডিট কার্ড থেকে লোন নেওয়ার পর একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কোন ইন্টারেস্ট আরোপ করা হয় না। ব্যাংক ভেদে ২০/২৪ দিন অথবা একটি নির্দিষ্ট সময় পর মধ্য যদি অর্থ পরিশোধ না করা হয় তাহলে ইন্টারেস্ট ধার্য করা হয়। দিন যত যেতে থাকে এই ইন্টারেস্টের কারণে বিলের পরিমাণও তত বৃদ্ধি করে থাকে। এছাড়াও এর নানাবিধ ব্যবহারও রয়েছে। যার মধ্যে অন্যতম হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্ট কিংবা শপিং মলে কেনাকাটার ক্ষেত্রে ডিসকাউন্ট সুবিধা। এমনকি হোটেল বুকিং এর ক্ষেত্রেও ক্রেডিট কার্ডের ব্যবহার বেশ ব্যবহার করা হয়ে থাকে।
তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ক্রেডিট কার্ডের এই সুদের পরিমাণ ২৫ শতাংশে উন্নীত করা হচ্ছে। যেটি কার্যকর করা হবে আগামী ১ জানুয়ারি থেকে।