ঢাকায় বাস চালাতে হবে নগর পরিবহনের অধীনে
- আপডেট সময় : 07:44:18 am, Tuesday, 12 November 2024 31 বার পড়া হয়েছে
রাজধানী ঢাকায় সকল বাস চলাচল করবে ঢাকা নগর পরিবহনের অধীনে। তবে কোম্পানি গুলোর গাড়ির মালিকানা কোন পরিবর্তন হবে না। সাম্প্রতিক সময়ে ঘোষণা হয়েছে রাজধানীর অভ্যন্তরে বাস চালানোর জন্য নগর পরিবহনের অধীনে আগামী 30 নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে।
রুট রেশনাইলেজশন কমিটির পক্ষ থেকে এই ঘোষণাটি দেওয়া হয়েছে। এতে করে ঢাকার যানজট টেশন এবং যাত্রীদেরকে উন্নত সেবা প্রদান করার লক্ষ্যে চালু করা হচ্ছে ঢাকা নগর পরিবহন। এই তথ্য গুলি ঘোষণা করেন ঢাকা দক্ষিণ সিটি প্রশাসক এবং কমিটির সভাপতি নজরুল ইসলাম।
উক্ত সম্মেলনে প্রশাসক নজরুল ইসলাম সাংবাদিকদের কে আরো জানান, রাজধানী ঢাকায় পরিবহন ব্যবস্থাকে কেন্দ্র করে সমস্যার শেষ নেই। এ সকল সমস্যা গুলো নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাস মালিক সমিতি ও অন্যান্য সংশ্লিষ্ট প্রতিনিধিদের সাথে আলোচনা করা হচ্ছে। জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশ বিনির্মাণের যে সুযোগ তৈরি হয়েছে সেটাকে কাজে লাগিয়ে সড়ক পথে শৃঙ্খলা ফিরে আনা সম্ভব।
কিন্তু ঢাকা নগর পরিবহন বাস কবে চালু করা হবে এই প্রশ্ন করা হলে তিনি জানান, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। পরে কোম্পানি গুলোর সাথে আলোচনার মাধ্যমে চলাচলের রাস্তা নির্ধারণ করে দেয়া হবে। এ বিষয়ে ডিসেম্বর মাসের ১১ তারিখে আরও একটি সভা অনুষ্ঠিত হবে। তার আগে কমিটি গুলো সুপারিশপত্র জমা দেবে। আর সে সুপারিশের প্রেক্ষিতেই কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঢাকায় বাস চালাতে হবে নগর পরিবহনের অধীনে
এছাড়াও উক্ত সভায় বক্তব্য প্রদান করেন ঢাকা সিটি কর্পোরেশনেে নির্বাহী পরিচালক নীলিমা আক্তার। তিনিও জানান নগর পরিবহনের অধীনে গাড়ি চালানোর জন্য কোম্পানির গুলোর কাছে আবেদনপত্র চাওয়া হয়েছে। এতে সারা পাওয়া গিয়েছে অনেক। সর্বশেষ তথ্য অনুযায়ী ৮০টি বাস কোম্পানি ইতিমধ্যে আবেদনের জমা দিয়েছেন। এমনকি যে কোম্পানির যে রুটে গাড়ি চালাচ্ছেন তাদের জন্য সেই রুটেই চালানোর ব্যবস্থার পরিকল্পনাও করা হচ্ছে।
এমনকি রাজধানীর বিভিন্ন এলাকায় ফুটপাত দখল করে বিভিন্ন দোকানপাট বসায় প্রায় সময় যানজটের তৈরি হয়। এমনকি সাধারণ যাত্রীদের হাঁটতেও অনেক অসুবিধা হয়। সেগুলো যখন মুক্ত করতে হবে বলে তিনি জানান।
এই নতুন নিয়মের অধীনে আলাদা নামে নয় বরং ঢাকা নগর পরিবহন নামে সকল গাড়ি চলাচল করবে। প্রাথমিকভাবে ঢাকায় ৪২টি রুটের বাস অপারেট করা সিদ্ধান্ত হয়েছে। তবে এই অধীনে গাড়ি চালানোর জন্য কোম্পানি গুলোকে অবশ্যই যোগ্য এবং শর্ত পূরণ করতে হবে।
জুলাই গণআন্দোলনের পরিপ্রেক্ষিতে বিগত ৫ আগস্ট পদত্যাগ করেন দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকেই জনগণের সেবা প্রদানের বিভিন্ন বিভাগে নানা ধরনের সংস্কার কার্যক্রম করা হচ্ছে। এমন কি শিক্ষা ব্যবস্থায় ইতিমধ্যে বেশ পরিবর্তন আনা হয়েছে। যার পরি প্রেক্ষিতে রাজধানী বাসের চলাচলের ব্যবস্থাকে আরো উন্নত করতে ঢাকা নগর পরিবহন সেবা চালু করা হচ্ছে।
সেলফ দিয়ে মোটরসাইকেল স্টার্ট করা কি ভালো? জানতে এখানে প্রবেশ করুন।