গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদের কাজ এবং যোগ্যতা কি
- আপডেট সময় : 05:07:17 am, Friday, 6 December 2024 11 বার পড়া হয়েছে
কিছুদিন আগে প্রকাশিত হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ বিজ্ঞপ্তি। সেখানে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদের ৩৮০ জন লোকবল নিয়োগ প্রদান করা হবে। অনেকেই জানতে চেয়েছেন এই পদের কাজ সম্পর্কে এবং কি কি যোগ্যতার প্রয়োজন হয়।
গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদের যোগ্যতা
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আমি এই পদের যোগ্যতা গুলি উপস্থাপন করেছি।
আগ্রহী প্রার্থীদের অবশ্যই নূন্যতম স্নাতক ডিগ্রী থাকতে হবে। যারা ৪ বছর মেয়াদি অনার্স বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদেরকে সিজিপি-৪ এর স্কেলে ন্যূনতম ২.৮ থাকতে হবে। সেই সাথে এসএসসি ও এইচএসসির সম্মান পরীক্ষায় প্রতিটিতে ন্যূনতম জিপিএ-৩.০ থাকতে হবে।
আর যারা ডিপ্লোমা সম্পন্ন করেছেন তাদের ক্ষেত্রে জিপিএ-৪ এর ক্ষেত্রে ন্যূনতম থাকতে হবে ২.৮। ইংরেজি মাধ্যমে পড়ালেখা সম্পন্ন করার শিক্ষার্থীদের ও লেভেলে কমপক্ষে ৫ টি এবং এ লেভেলে গড়ে যেকোনো ২টি বিষয়ে কমপক্ষে ‘ডি’ থাকতে হবে।
এছাড়াও গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদেরকে কম্পিউটারের জ্ঞান, মাইক্রোসফট ওয়ার্ডের দক্ষতা এবং ইংলিশের কথা বলায় পারদর্শিতা থাকতে হবে।
বয়সীমা: ১২ এপ্রিল ২০১৪ তারিখে প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত হতে পারবে।
বেতন ভাতা ও সুযোগ সুবিধা
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদেরকে প্রাথমিক অবস্থায় বেতন প্রদান করা হবে প্রতি মাসে ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা পর্যন্ত। এটি মূলত ৩ বছর মেয়েদের জন্য একটি চুক্তিভিত্তিক চাকরী। তবে প্রার্থীর দক্ষতা এবং পারফরম্যান্সের উপর ভিত্তি করে পরবর্তীতে স্থায়ীকরণ করা হবে।
গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদের কাজ কি
সহজ বাংলায় একটি বাসের সুপারভাইজার যে কাজ গুলি করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্টরাও একই ধরনের করে থাকে। নিম্নে কয়েকটি ধাপে সে সম্পর্কে ধারণা দেওয়া হলো।
১। চেক ইন কাউন্টার
এই কাউন্টারে একজন যাত্রীর ভিসা পাসপোর্ট চেক করে বোর্ডিং পাস প্রিন্ট করে দিতে হয়। বোর্ডিং পাস হলো এমন একটি ডকুমেন্টসের মাধ্যমে যাত্রীরা বিমানে ওঠার জন্য পারমিশন পায়।
২। গেট সার্ভিস প্রধান
এই গেটে যাত্রীদের নিকট হতে বোর্ডিং পাস নিয়ে প্রয়োজনীয় চেক করতে হয়। তারপর বোর্ডিং পাসের একটি অংশ যাত্রীদেরকে প্রদান করে এবং অন্য অংশ নিজেদের কাছে রেখে দিতে হয়। তারপর বোর্ডিং পাশের অংশগুলো হতে বারকোড রিডারের স্ক্যান করে সিস্টেমে তথ্য প্রদান করতে হয়।
৩। লস্ট এন্ড ফাউন্ড সার্ভিস
অনেক সময় যাত্রীদের ব্যাগ, লাগেজ ইত্যাদি হারিয়ে যায়, আবার বিমানবন্দর এলাকায় নানা ধরনের হারানো জিনিসপত্র পাওয়া যায়। এই ধরনের অভিযোগ গুলি গ্রহণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হয় গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্টের কাজ।
৪। রেম্প সেকশন
গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদের কাজ গুলোর মধ্যে অন্যতম হচ্ছে এয়ারক্রাফ্ট লোড করা এবং আনলোড করা। এর জন্য আবার প্রয়োজন হয় না ধরনের ইকুপমেন্ট এবং লোকবল।
উপরের তো নির্ধারিত কাজ গুলি ছাড়াও কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আরো কিছু কাজকর্ম সম্পাদন করতে হয়।
গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্টের ডিউটি কিভাবে হয়
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই পদের লোকদের জন্য প্রতিটি শিফটে ৮ ঘণ্টা করে ডিউটি প্রদান করা হয়। প্রতি ২ দিন বা ৭ দিন পর পর শিফট পরিবর্তন করা হয়। আর শিফট পরিবর্তনের সময় ২ দিন ছুটি থাকে। প্রয়োজন অনুযায়ী সরকারি ছুটির দিন গুলোতেও ডিউটি থাকতে পারে। অনেকটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ডিউটির মতোই।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান। আপনি যদি এই ধরনের প্রতিষ্ঠানে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদে যোগদান করতে চান তাহলে তাদের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করতে পারবেন।