ইতিহাসে প্রথমবারের মত হকি বিশ্বকাপে বাংলাদেশ
- আপডেট সময় : 05:36:41 pm, Tuesday, 3 December 2024 25 বার পড়া হয়েছে
প্রথমবারের মতো হকি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল। জুনিয়র এশিয়া কাপের হকিতে থাইল্যান্ডের দলকে ৭-২ গোলে হারিয়ে এই অর্জন করেছে বাংলাদেশের হকি খেলোয়াড়রা।
আজ ৩ ডিসেম্বর ২০২৪ তারিখে ওমানের মকসকট জুনিয়র এশিয়া কাপ ঘটিতে থাইল্যান্ডের দলকে ৭-২ গোলে হারিয়ে বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ালিফাই হলো বাংলাদেশ। বাংলাদেশের হকি টিমের জন্য এবার এই প্রথমবার বিশ্বকাপ খেলায় অংশগ্রহণ কে যোগ্যতা অর্জন করেছে।
জয়ের লক্ষ্যে বাংলাদেশ টিমের যাত্রা শুরু হয় তৃতীয় মিনিট থেকে। তারপরে পেনাল্টি কর্নারে ব্যবধানে গোল স্কোর দ্বিগুণ করেন খেলোয়াড় আমিরুল ইসলাম। দ্বিতীয় কোয়ার্টারে আরও একটি গোল করেন আব্দুল্লাহ।
তৃতীয় ধাপে মোঃ হাসানের গোলে বাংলাদেশ লিভ করে ৪-১। চতুর্থ কোয়ার্টারের পর থেকে প্রতিদ্বন্দ্বিতা শুরু করে থাইল্যান্ডের দল। শেষ পর্যন্ত থাইল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটি শেষ হয় ৭-২ গোলে। তবে কোয়ার্টারে আরেকটি গোল করে বাংলাদেশে প্রথমবারের মতো জয়ের আকাশ পায়। আব্দুল্লার গোলে চতুর্থ ভাগের স্কোরলাইন হয় ৭-১। শেষের দিকে থাইল্যান্ডের বিপক্ষে আরো একটি গোল তারপর আরও গোল করলে ফাইনাল স্কোর হয় ৭-২। আর এর মাধ্যমে সূচনা হয় নতুন এক ইতিহাসের। যার কারণে এরপর থেকে টিমের খেলোয়াড়রা বেশ উচ্ছাসিত। এতে করে রচিত হচ্ছে নতুন এক ইতিহাস।
ইতিহাসে প্রথমবারের মত হকি বিশ্বকাপে বাংলাদেশ
বাংলাদেশের ক্রিকেট এবং ফুটবলে পুরুষের দলের পাশাপাশি নারী দল বেশ এগিয়ে গিয়েছে। এমনকি পৃথিবীর সেরা দল গুলির মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। নারী ক্রিকেট এবং ফুটবল দলটি বাংলাদেশের জন্য এনেছে অনেক খ্যাতি এবং সম্মান। এমনকি অলিম্পিকেও বাংলাদেশের তরুণ তরুণীরন বেশ ভালো ফলাফল করছে।
তবে অন্যতম একটি খেলা হকিতে কখনো বিশ্বকাপে অংশগ্রহণ করার সৌভাগ্য হয়নি। কিন্তু এবারে সর্বপ্রথম ইতিহাসে দয়া করে নিল এই রেকর্ড।
টুর্নামেন্টের থাইল্যান্ডের বিপক্ষের খেলাটি শুরু থেকেই বাংলাদেশের খেলোয়াড়দের মনে আশার সঞ্চার করেছিল। কারণ এটা জিততে পারলেই যে বিশ্বকাপের অংশগ্রহণের স্বপ্ন পূরণ হবে। এর আগে ওমানের বিপক্ষে ৩-১ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় লাল সবুজের এই দল। সেখান থেকে মূলত শুরু হয় বিশ্বকাপ জয়ের নিশান।
তবে বাংলাদেশের সাথে চীনের বিপক্ষে একটি খেলায় হয়েছিল নাটকীয়তা। সেখানে নিজেদের গ্রুপে তৃতীয় হতে হয়েছে। তারপর থেকে সমীকরণে হিসাব মিলে যে থাইল্যান্ডের বিপক্ষে যেতে পারলেই এবার বিশ্বকাপে উড়বে বাংলাদেশের পতাকা। আর শেষ পর্যন্ত তাই ঘটলো এবং স্বপ্ন হলো হকি বিশ্বকাপের।