বেশি বেশি টাকা সঞ্চয় করার উপায় কি

- আপডেট সময় : 06:55:50 am, Sunday, 17 November 2024 48 বার পড়া হয়েছে
সারা জীবনে আমরা বেশ অর্থ উপার্জন করে থাকি। কিন্তু টাকা জমানোর উপায় না জানা থাকার কারণে সম্পদের পরিমাণ বৃদ্ধি হয় না তেমন। এ সমস্যা শুধু আপনার নয় বরং বেশিরভাগ মানুষের জীবনেই রয়েছ। ব্যক্তিগত সঞ্চয় বৃদ্ধি পেলে ইনভেস্টমেন্ট বাড়ে এবং সম্পাদও বাড়ে।
যদিও সারা বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির কারণে সঞ্চয়ের হার কিছুটা কমেছে তবুও আমরা কিছু পদ্ধতি অবলম্বন করে টাকা জমানোর হার বাড়াতে পারি।
আমাদের কেন বেশি বেশি টাকা জমানো উচিত
অনেকেই আবার টাকা সঞ্চয়ের ক্ষেত্রে কারণ খোঁজেন। সেগুলো ব্যয় না করে যদি জমিয়ে রেখে তাহলে জীবনের উপভোগ্যতা কমে যায় বলে তারা মনে করে। আপনি নিশ্চয়ই এটি বিশ্বাস করেন যে মানুষের জীবনের অনিশ্চয়তার কোন শেষ নেই। যেকোনো মুহূর্তে যেকোনো ধরনের ঘটনা ঘটে যেতে পারে।
হতে পারে সন্তানের পড়ালেখার করা, চিকিৎসার খরচ, অপ্রত্যাশিত যেকোনো ঘটনা ইত্যাদি। আপনার কাছে যদি জমানো অর্থ কিংবা সঞ্চয় থাকে তাহলে সেগুলো দিয়ে এই ধরনের পরিস্থিতি গুলো সামলাতে পারবেন। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যাদের সঞ্চয় পরিমাণ বেশি তারা উদ্বিগ্ন কম থাকেন এবং রাতের ঘুম ভালো হয়।
পকেটে টাকা থাকলে সকল সমস্যার সমাধানই করা যায়। তাইতো বিশ্বের বড় বড় ধনী ব্যক্তিরা এই উপায়টি অবলম্বন করেন।
টাকা জমানোর উপায় কি কি
যেকোনো কিছু করার জন্য সবার আগে প্রয়োজন ধৈর্য এবং ইচ্ছাশক্তি। আপনি যদি দৃঢ় সংকল্প এবং পরিকল্পনা করেন তাহলে অবশ্যই সেই কাজে সফল হতে পারবেন। চলুন বেশি বেশি টাকা সঞ্চয় করার কিছু পদ্ধতি সম্পর্কে জেনে নেই।
আপনার নিজের বাজেট তৈরি করুন
এটি হচ্ছে সর্বপ্রথম ধাপ। কোন কোন খাতে অর্থ খরচ হয় সেগুলোর তালিকা করে নিন। প্রতি মাসে হিসাব করুন কিভাবে এই খাত গুলিকে কমানো যায়। সবচাইতে ভালো হয় প্রতিমাসের খরচের একটি তালিকা তৈরি করা। পরবর্তী মাসে সেই তালিকাটি পুনরায় যাচাই করে অপ্রয়োজনীয় জিনিসগুলো বাদ দেওয়া।
ব্যয়ের পরিমাণ কমানো
পকেটে টাকা থাকলে আমাদের অপ্রয়োজনীয় খরচ বেশ ভালই হয়। যার মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের বাড়তি কেনাকাটা, বিনোদন, উপহার কেনা ইত্যাদি। যেকোনো ব্যক্তি চাইলেই এই ধরনের খরচ গুলি কমানো সম্ভব। নিত্য প্রয়োজনীয় বাজার কিংবা খাবারের বাজেট তো আসলে কমানো সম্ভব নয়। টাইম বাড়তি জিনিস গুলো হতে ব্যয় কমান।
বিভিন্ন ধরনের মোবাইল, নতুন নতুন গেজেট ইত্যাদি কিনেও আমরা টাকা অপচয় করে থাকি।
ইনকামের উপায় বৃদ্ধি কর
টাকা জমানোর জন্য ইনকাম বৃদ্ধি করার বিকল্প কোন কিছু নেই। আপনি যদি চাকরিজীবি হয়ে থাকেন তাহলে কিছু পরিমাণে টাকা কোথাও ইনভেস্ট করতে পারেন। সেটা হতে পারে কৃষি জমিতে বা কোন ব্যবসায় দোকানে।
আর যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আরো ছোট ছোট সাইট বিনিয়োগ শুরু করার চেষ্টা করুন। ইনকাম বৃদ্ধি পেলে আপনার সঞ্চয়ক বৃদ্ধি পাবে।
জীবনযাত্রা পরিবর্তন করা
একজন ব্যক্তি যত বেশি অর্থ উপার্জন করে সেই অর্থের সাথে পাল্লা দিয়ে তার জীবনযাত্রা মানও তত বৃদ্ধি পায়। এমনটা করলে যতই অর্থ আয় করুন না কেন আপনি সঞ্চয় করতে পারবেন না। বাড়তি আয়ের অর্থ গুলো অবশ্যই জমা রাখতে হবে।
মানুষ যখন ৫০ হাজার টাকা আয় করে এবং ৪০ হাজার টাকা খরচ করে তখন তার সঞ্চয় থেকে ১০ হাজার টাকা। পরবর্তীতে ১ লক্ষ টাকা ইনকাম করে ৮০ কিংবা ৯০ হাজার টাকা যদি জীবনযাপনে খরচ করে ফেলে থাকে তাহলে সঞ্চয়ের কোন পরিবর্তন হবে না। যখন অনেক বেশি সম্পদ হয়ে যাবে এবং যথেষ্ট বিনিয়োগ করে ফেলবেন তখন জীবনযাত্রার মান বৃদ্ধি করা উচিত।
বেশি বেশি টাকা জমানোর পদ্ধতি কি কি
• সর্বপ্রথম একটি সেভিংস একাউন্ট করে ফেলুন। ফিক্সড ডিপোজিটও করতে পারবেন। চেষ্টা করবেন ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা সঞ্চয় করবেন সেটি আর পরবর্তীতে কোন দরকারে না উঠানোর জন্য।
• প্রায়ই বিভিন্ন ধরনের অনলাইন এবং শপিংমল গুলোতে বিশেষ ডিসকাউন্ট দিয়ে থাকে। কিছু প্রয়োজনীয় জিনিস এখান থেকে কিনলে আপনার অনেক বেশি অর্থ সাশ্রয় হবে।
• চাকুরী কিংবা বিজনেসের পাশাপাশি ফ্রিল্যান্সিং বা এজাতীয় কাজ শিখতে পারেন। এতে করে বাড়তি অর্থনয়ের সুযোগ তৈরি হবে।
আমাদের শেষ কথা
টাকা ইনকাম তো আমরা সবাই করে থাকি। কিন্তু টাকা জমানার উপায় গুলি জেনে সঞ্চয় করে পরবর্তীতে বিনিয়োগ করার মত সময় কিংবা ইচ্ছা আমাদের অনেকেরই নেই। তাইতো দীর্ঘদিন চাকরি কিংবা বিজনেস করেও আর্থিকভাবে আমরা পিছিয়ে থাকি। আশা করি উপরের পদ্ধতি গুলো আপনাদের বাস্তব জীবনে অনেক বেশি সহযোগিতা করবে।
পুনরায় খোলা হচ্ছে গাজীপুরের সাফারি পার্ক। পুরো খবর জানতে এখানে প্রবেশ করুন।