গ্রেপ্তার হয়েছেন সাংবাদিক মুন্নী সাহা
- আপডেট সময় : 05:23:43 pm, Saturday, 30 November 2024 27 বার পড়া হয়েছে
৩০ শে নভেম্বর শনিবার রাতে ঢাকার কাওরানবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে সাংবাদিক মুন্নী সাহা কে। মূলত রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি মামলায় পরিপ্রেক্ষিতে থাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন গুপ্তধনের ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মোঃ মোবারক হোসেন।
বিভিন্ন সূত্রে জানা যায়, থাকার কারণবাজার এলাকায় অবস্থিত এক টাকার খবরের অফিস থেকে বের হওয়ার পরে সবজি কিনতে গিয়েছিলেন সাংবাদিক মুন্নী সাহা। সেখানে গিয়ে জনগণের তোপেড় মুখে পড়েন তিনি। পরবর্তীতে উক্ত এলাকা থেকে তেজগাঁও থানা পুলিশ তাকে হেফাজতে নেয়।
উত্তর থানার ওসি মোবারক হোসেন সাংবাদিকদের কে জানান, ঢাকার কারওয়ান বাজার এলাকার জনতা টাওয়ারের সামনে সবজি কিনছিলেন সাংবাদিক মুন্নী সাহা। ঠিক এমন সময়ে তাকে চিনতে পেরে কিছু স্যখ্যক জনতা বেশ বিক্ষুব্ধ হয় তার ওপর। তাদের মুখে পড়েন তিনি। খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছান তেজগাঁ থানা পুলিশ। পরবর্তীতে তাকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
সাংবাদিক মুন্নী সাহা বাংলাদেশের বেশ আলোচিত এবং টক শো সঞ্চালক হিসেবেও পরিচিত। তিনি সাংবাদিকতা শুরু করেন আজকের কাগজের মাধ্যমে। তার পরবর্তীতে ভোরের কাগজের দীর্ঘ সময় কাজ করেন তিনি। পরবর্তীতে সেখান থেকে যোগদান করেন একুশে টেলিভিশনে। বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল এটিএন বাংলায়ও কাজ করেছেন তিনি।
গ্রেপ্তার হয়েছেন সাংবাদিক মুন্নী সাহা
সাংবাদিক মুন্নী সাহা এটিএন নিউজ এর শুরু থেকেই যুক্ত ছিলেন। পরবর্তীতে এটিএন নিউজ থেকে তিনি পদত্যাগ করেন ২০২৩ সালে। রাজধানীর অবস্থিত এক টাকার খবর নামের একটি প্ল্যাটফর্মের সাথেও যুক্ত হন তিনি।
বিগত জুলাই মাসের ছাত্র জনতার আন্দোলনের রাজধানীর এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় মামলা হয়। সে মামলার বাদে নিহিত শিক্ষার্থীর বাবা মোঃ কামরুল ইসলাম। যেখানে আসামি হিসেবে অন্তর্ভুক্ত তালিকায় রয়েছেন সাংবাদিক মুন্নী সাহা। এর আগে বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সকল ব্যাংকের কাছে সাংবাদিক মুন্নী সাহার হিসাব চেয়েও চিঠি দিয়েছে।
উক্ত চিঠিতে নির্দেশনা দেয়া হয় যে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানের আর্থিক হিসাব ৭ অক্টোবর এর মধ্য বিএফআইইউ পাঠাতে হবে।
সাংবাদিক মুন্নি সাহা ১৯৬৯ সালে মুন্সীগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। রাজধানীর ইডেন মহিলা কলেজ থেকে তিনি বিএসসি ডিগ্রি লাভ করেন ১৯৯৮ সালে। পরবর্তীতে ১৯৯৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় এমএ সম্পন্ন করেন। কর্মজীবনে তিনি বেশ কয়েকটি স্বনামধন্য পত্রিকায় এবং নিউজ চ্যানেলের সাথে যুক্ত ছিলেন। বিভিন্ন ধরনের সামাজিক রাজনৈতিক বিষয় নারী ও শিশু সমস্যা নারীর সমান সহ সহিংসতা সহ বিভিন্ন বিষয়ে তিনি সংবাদ প্রকাশ করতেন।