পুষ্পা ২ সিনেমা দেখতে গিয়ে মারা যাওয়া নারীর পরিবারকে ২৫ লাখ রূপি প্রদানের ঘোষণা
- আপডেট সময় : 08:53:52 am, Sunday, 8 December 2024 23 বার পড়া হয়েছে
ভারতের হায়দরাবাদে পুষ্পা ২ সিনেমার প্রিমিয়ারে গিয়ে এক নারীর মৃ-ত্যু ঘটেছে। গত বৃহস্পতিবার মুক্তি পেয়েছে দক্ষিণের সিনেমা ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় নায়ক আল্লু আর্জুনের পুষ্পা ২ – দ্যা রুল সিনেমাটি।
সেই দিন রাতেই ৩৫ বছর বয়সী এক নারী যার নাম হচ্ছে রেবতি তিনি তার সন্তানকে নিয়ে থিয়েটারে দেখতে গিয়েছিলেন সিনেমাটি। সেখানে দর্শকদের সাথে দেখা করার জন্য হঠাৎই অবস্থিত হন আল্লু অর্জুন। যার কারণে প্রেক্ষাগৃহের সামনে শুরু হয় ব্যাপক ভীর এবং হুড়োহুড়ি। সেই হুড়াহুড়ির কারণে সেই সময় পদদলিত হয়ে মারা যান ৩৫ বছর বয়সে নারীরে রেবতী। এমনকি এই ঘটনায় তার সন্তানও বেশ গুরুতর আহত হয়। পরবর্তীতে সেই নারীর পরিবারের পক্ষ থেকে হায়দরাবাদ পুলিশে নায়ক আল্লু অর্জুনের বিরুদ্ধে।
সেখানে তারা উল্লেখ করেছেন নায়ক আল্লু আর্জুন এখানে আসা ভিড়ের পরিস্থিতি নিয়ন্ত্রণ করা ইত্যাদিতে কোন ব্যবস্থাই গ্রহণ করেনি হল কর্তৃপক্ষ।
এদিকে পুষ্পা ২ – দ্যা রুল (Pushpa 2 the rule) সিনেমার নায়ক আল্লু অর্জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে পোস্ট করেছেন। তিনি জানিয়েছেন থিয়েটারের ঘটনাটির জন্য তিনি খুবই শোকাহত এবং পরিবার থেকেও সমবেদনা জানিয়েছেন। তিনি এটিও বলেছেন এই দুঃখ তাদের একা নয়। তিনি নিজের যাবেন ভুক্তভোগী পরিবারের সাথে দেখা করতে এবং যেকোনো ধরনের সাহায্য করতে তিনি প্রস্তুত।
একই সাথে একটি ভিডিও বার্তা পোস্ট করেছেন আল্লু অর্জুন। সেখানে তিনি ওই পরিবারকে অর্থ সহায়তার আশ্বাস এমনকি মারা যাওয়া নারীর সন্তানের চিকিৎসার খরচও তিনি বহন করবেন বলে জানিয়েছেন।
তিনি বললেন আমরা ছবি তৈরি করি এবং দর্শকরা সেগুলো দেখে আনন্দ করতে পারে। আমাদের উদ্দেশ্য মূলত বিনোদনের কাজ করা কিন্তু তা করার সময় আরো বেশি সতর্ক এবং সাবধান হতে হবে।
পুষ্পা ২ সিনেমার বক্স অফিস
এদিকে বলিউডের হিন্দি কিংবা অন্য ভাষার সিনেমাকে পেছনে ফেলে Pushpa 2 The Rule সিনেমার একদিনে আয় হয়েছে এখন পর্যন্ত ১৭৫ কোটি টাকা। এর আগে একদিনের ইনকামের সবচাইতে বেশি এগিয়ে ছিল আরআরআর। তাদের প্রথম দিনের ইনকাম ছিল ১৩৩ কোটি টাকা। আর বলিউডের সবচাইতে বেশি একদিনের ইনকামের রেকর্ড ছিল জাওয়ান ছবির ৬৫ কোটি টাকা আর কিছুটা বেশি।
সে হিসেবে বর্তমানে সব রেকর্ড ভেঙে দিয়ে এগিয়ে রয়েছে পুষ্পা ২ দ্যা রুল। সেই হিসেবে দুদিনেই সিনেমাটি মাত্র আয় করে ফেলেছে ৪০০ কোটি রুপি।
এদিকে আল্লু অর্জুনের ভক্তদের উত্তেজনা আরো বাড়িয়ে দেয় নতুন খবর এসেছে। হিন্দুস্তান টাইমের একটি প্রতিবেদন অনুযায়ী এবার আসতে চলেছে পুষ্পা ৩ দা রেম্পেজ।
এই খবরটি ছড়িয়ে পড়েছে অস্কার বিজয়ী সাউন্ড ডিসাইন আর রেসুল পুকুট্রির একটি পোস্ট থেকে। সেখানে তিনি সাউন্ড মিক্সিং এর একটি ছবি পোস্ট করেছিলেন। কিন্তু সেই পোষ্টের ব্যাকগ্রাউন্ডে একটি জায়গায় লেখা ছিল পুষ্পা ৩ দ্যা রেম্পেজ। এখানে মজার বিষয় হল নায়ক বিজয় দেবারা কোন্ডাও এর আগেও প্রকাশ করেছিলেন যে পুষ্পা সিনেমার ৩টি পার্ট থাকবে। এ নিয়ে আবারও দর্শকদের মধ্যে প্রশ্ন হচ্ছে যে পুষ্পার ৩ এ কি বিজয় দেবারা কোন্ডা থাকবে কিনা।